একাকী হারিয়ে যেতে চাই

by - 7:01:00 AM

রাতের আকাশে হাজার তারার ভিড়ে আমি একাকী হারিয়ে যেতে চাই
পারি না! আনমনে অবাক হই… হারিয়ে যেতেও কি তবে সঙ্গী লাগে?
যদি তা-ই হয়… আমি অপেক্ষায় আছি… দুপুরের ব্যস্ত রোদে আমি একলা হাঁটি,
হাতের আইসক্রিমটা আধ খাওয়াই রয়ে যায়।

আমি অপেক্ষায় আছি…পাশাপাশি হাঁটবো বলে…

ভরা সন্ধ্যায় উতলা হাওয়ায় চুল এলিয়ে বারান্দার গ্রিল ধরে অপেক্ষার জন্য আমি অপেক্ষায় আছি…
মাঝরাতে মুঠোফোনে কেউ আমায় মনে করিয়ে দেয় না, আজ কোজাগরী পূর্ণিমা।
জ্যোৎস্না তাই অধরাই থেকে যায়। সেই জ্যোৎস্নায় স্নানের অপেক্ষায় আছি..

শীতের ভোরে আগুন গরম কফির মগ হাতে যখন দাঁড়িয়ে থাকি ছোট বারান্দায়…
তখন কোনো গভীর চোখ আমাকে জোড়া শালিক খুঁজে দেয় না।
আমার চোখে পড়ে শুধু ডানা ভাঙ্গা বিষণ্ণ শালিকটা। আমি অপেক্ষায় আছি…

সেই জোড়া শালিক দেখার…
যখন আমার এলোমেলো ভাবনাগুলো ক্লান্ত হয়ে আমার মধ্যেই মিশে যায়…
যখন অচেনা সুরে আমি গাই কষ্টগুলো…
নিয়ন আলোর বর্ণমালায় লিখা কবিতাটা যখন অপিরিচিত মনে হয়…
তখন কেউ আমায় ছুঁয়ে দেয় না। 
আমি অপেক্ষায় আছি... 

You May Also Like

0 comments