একটা কথা রয়েই গেল, প্রতিদিনই থেকেই যায়।
হাজার কথা হয়, ওই একটা কথা আর বলাই হয় না।
কথায়, আকাশ ও ভরে উপচে যায়।
তার উপর মেঘেদের দিয়ে ঘর বানাই, বৃষ্টিরা উঠানে নেচে বেড়ায়।
আকাশের আয়তন কত? মাপা যায়?
হৃদয়ের কথায় আকাশটা ফুরোয়, তবু কথা ফুরোয় না।
তোমার জন্য একটা না একটা কথা রয়েই যায়।
হাজার কথা হয়, ওই একটা কথা আর বলাই হয় না।
কথায়, আকাশ ও ভরে উপচে যায়।
তার উপর মেঘেদের দিয়ে ঘর বানাই, বৃষ্টিরা উঠানে নেচে বেড়ায়।
আকাশের আয়তন কত? মাপা যায়?
হৃদয়ের কথায় আকাশটা ফুরোয়, তবু কথা ফুরোয় না।
তোমার জন্য একটা না একটা কথা রয়েই যায়।
0 comments