কিভাবে হারাবে পথ

by - 10:14:00 PM

চিনে গেছো এবার তুমি ফিরবার পথ-
চিনে গেছো জীবনের শেষ ঠিকানা তোমার!
জেনে গেছো রাস্তার কোথায় ভাঙা,
পেয়ে গেছো রাজপথের হদিশ!

চিনে গেছো মসজিদ,
পুকুরঘাট আর-
চিনে গেছো ভুখন্ড,
একান্ত আমার!

জেনে গেছো ঠিক কতোটুকু এলে-
জড়ায় জীবনে জীবন,
আর কতোটুকু জড়ালে -
জীবন জুড়ায়!

পেয়ে গেছো এবার তুমি-
প্রেমের দিশা ঠিক,
এবার দেখবো পথ-
 কিভাবে হারায়!





You May Also Like

0 comments