একদিন দেখা হয়ে যাবে ঠিক
একদিন দেখা হয়ে যাবে ঠিক –
নিরাকপরা ভাদ্র দুপুরে,
চেনা শহরের গলিপথে ; অথবা
জৌলুসহীন কোন অনাত্মীয় নগরে।
একদিন ঠিক দেখা হবে।
নিরাকপরা ভাদ্র দুপুরে,
চেনা শহরের গলিপথে ; অথবা
জৌলুসহীন কোন অনাত্মীয় নগরে।
একদিন ঠিক দেখা হবে।
ততদিনে, তোমার মসৃণ ত্বকে আকুঞ্চন
আমার চোখের আলো ক্রমশ ম্লান,
বয়সী খোলসে আটসাঁট দুইজন ; অচিন মানুষ।
আমার চোখের আলো ক্রমশ ম্লান,
বয়সী খোলসে আটসাঁট দুইজন ; অচিন মানুষ।
কাছাকাছিই দাড়াবো হয়তো –
চিনে নিতে লাগবে খানিকটা সময়,
অতলে চাপা ব্যথার পাথর গড়ালেই উঠবে সুঘ্রান,
স্বপ্নের ফিরবার পথটাও অতো সোজা নয়।
চিনে নিতে লাগবে খানিকটা সময়,
অতলে চাপা ব্যথার পাথর গড়ালেই উঠবে সুঘ্রান,
স্বপ্নের ফিরবার পথটাও অতো সোজা নয়।
একদিন দেখা হয়ে যাবে ঠিক –
কথা হবে, সামাজিক নিয়মের কাথাফোড়
কে, কি, কোথায় এইসব – তলায় ভুমিক্ষয়।
কথা হবে, সামাজিক নিয়মের কাথাফোড়
কে, কি, কোথায় এইসব – তলায় ভুমিক্ষয়।
ফিরবার পর –
বয়সী মানুষের খোলসে হাসফাঁস
প্রাক্তন বালক বালিকা ; চারু ও অমল।
ঈশ্বর ; পৃথিবীর নিয়ম এতো অদ্ভুত এবং বন্ধ্যা
নিস্ফলা টান, আগুনময় জলের বুকে অনির্বান গরল।
বয়সী মানুষের খোলসে হাসফাঁস
প্রাক্তন বালক বালিকা ; চারু ও অমল।
ঈশ্বর ; পৃথিবীর নিয়ম এতো অদ্ভুত এবং বন্ধ্যা
নিস্ফলা টান, আগুনময় জলের বুকে অনির্বান গরল।
তবু, একদিন দেখা হয়ে যাবে ঠিক – নিরাকপরা ভাদ্র দুপুরে।
0 comments