একটা গল্প

by - 6:10:00 AM


তবে একটা গল্প বলি
বহু দিন আগে
চলো, এইতো সেদিন হলেও কোন ক্ষতি নেই।
আমার এক বন্ধু দুম করে ভালবেসে ফেললো
এক খুব চেনা অজানা মেয়েকে।

না বলার ইচ্ছাটা যখন পোষ মানল না,
কয়েক রাত জেগে বিকেল না হওয়া সন্ধ্যায়
বলেই ফেললো তার কয়েক রাত না ঘুমানোর অজুহাত।
তারপর
দিন রাতের স্বপ্নগুলো গুলিয়ে গেল বাস্তবের সন্ধ্যা
বাড়ি ফেরার আলোতে। 
এরপর যাহয়
আকাশকুসুম দিগন্ত জোড়া
নেই বাতাসে
পোয়াতি ভালবাসা অ্যাবরশনের কান্নায়
মেনে নিলো সম্পর্কের নতুন শব্দকোষ।
লেখা হল না নীল রাত্রির ছেঁড়া চাঁদের উপন্যাস
তারারাও কম পড়ে গেল,
পাঁজরের নীহারিকা ছিটকে দিগন্তে
সে তাকিয়ে নেই
কি দেখবে বা কেন;
তারপর এক দিন হাটতে হাটতে মনে হল
পৃথিবীটা বড্ড বড়,
বুক ভরা দূরে কোথাও জল ছোঁয়া শান্তি।
সে নেই
সেই চাওয়ার মতো
ফেসবুকের পাতা যখন খুশি।
এইতো সেদিন তার সাথে দেখা হল
এটা সেটাই বলেই ফেললো
দ্বিতীয় জীবন অতো দূর নয়,
কাছেপিঠে কোথাও
না দেখা যবনিকায়।

You May Also Like

0 comments