চলো, তুমি আমি হারিয়ে যাই অন্যলোকে
বিবর্ণ বিকেল
পাতাঝরা সন্ধ্যে
রাত্রির নিঝুম স্তব্ধতা
সবকিছুই এখানে আছে।
কুয়াশায় ঢাকা জীবন সূর্যস্নানে
সিক্ত হবে না কোনোদিন। আঁধারের চোরাগলিতে
রয়ে যাবে ম্লান। ভাবনার অকালবোধন হবে।
স্বপ্নজালে বন্দী স্বপ্নেরা মেলবে না পাখা।
স্বপ্নের আকাশে উড়বে না সুঁতোছেঁড়া ঘুড়ি।
সুখের পালাবদল হবে একূল-ওকূল দু'কূলে।
জীবনের রঙবদলের এই খেলা চলবেই চিরকাল।
ভালোবাসাও রঙ ছড়াবে মনেমনে।
পাতাঝরা সন্ধ্যে
রাত্রির নিঝুম স্তব্ধতা
সবকিছুই এখানে আছে।
কুয়াশায় ঢাকা জীবন সূর্যস্নানে
সিক্ত হবে না কোনোদিন। আঁধারের চোরাগলিতে
রয়ে যাবে ম্লান। ভাবনার অকালবোধন হবে।
স্বপ্নজালে বন্দী স্বপ্নেরা মেলবে না পাখা।
স্বপ্নের আকাশে উড়বে না সুঁতোছেঁড়া ঘুড়ি।
সুখের পালাবদল হবে একূল-ওকূল দু'কূলে।
জীবনের রঙবদলের এই খেলা চলবেই চিরকাল।
ভালোবাসাও রঙ ছড়াবে মনেমনে।
সবকিছু এখানেই থাক-
চলো, তুমি আমি হারিয়ে যাই অন্যলোকে।
চলো, তুমি আমি হারিয়ে যাই অন্যলোকে।
0 comments