চারজন বেবুক প্রেমিক এবং আমি

by - 8:04:00 AM

তারা ছিল চারজন-
চারজন বেবুক প্রেমিক।
তাদের একজন আজ
ক্যানভাস করে বিক্রি করে জটিল রোগের
হ্যমোপথি,
একজন যাত্রাপালার সংলাপ লিখে,
একজন মুখে পান আর ঠোটে বিড়ি ঝুলিয়ে
সুন্দরীদের জন্য ক্ষ্যাপ যোগাড় করে দেয় ।
আর যে যুবক তার প্রার্থনার কথামালায় বুনেছিল
তার প্রেয়সীর ঝলমলে রূপ,গুন আর বর্ণমালা
সে আজও
বুকের ভিতর
থেকে হৃদপিণ্ডটা খুলে হাতে নিয়ে বসে থাকে
প্রেয়সীর ফেলে যাওয়া পথের শেষপ্রান্তে ।

You May Also Like

0 comments