ফেলে আসা দিন

by - 12:06:00 AM

মল চত্বরটা তেমনিই আছে জানো-
অল্প বৃষ্টিতেই কাদা কাদা ভেজা।

ঘাসগুলো ঠিক আগের মতোই ঝকঝকে সবুজ-
ধূলা ধোয়া!

ক্যাম্পাসের ঘাসগুলো,
আমাদের ফেলে আসা বয়সেরই মতো-
বেড়ে ওঠে প্রবল স্বাধীনতায়!
বেয়াড়া বেড়ে ওঠা
বৃষ্টির প্রগাঢ় প্রেমে!


ইনকোর্স ফেলে, বৃষ্টির দিনে-
আমাদের কাকভেজা!
ভরা বর্ষায় আমাদের  ক্যাম্পাস ভ্রমণ,
আমরা পারতামও!


মল চত্বরের ঘাসের মতোই-
আমাদের বেয়াড়া বেড়ে ওঠা!
ক্যাম্পাসের দিনগুলোতে....

শুধু ঘাসগুলো  আমাদের মতো আপোষ শেখেনি আজোও।।

You May Also Like

0 comments