মনখারাপের কবিতা
আমি চলে যাবো
পড়ন্ত বিকেলের এই রোদ ছেড়ে।
এই পুকুর, মাছ, মাছরাঙা,
আম, জাম, গাব আর
সুপুরীগাছ গুলোও পড়ে থাকবে।
পুকুরের জলে তখনও বিকেলের রোদ এসে খেলা করবে, আর
খুঁজবে আমাকে।
আমারও খুব মনখারাপ করবে।
তবুও বনচাড়ালের পাতারা নেচে চলবে
তার নিজের খেয়ালে।
পৃথিবীর আর পাঁচটা কাজকর্মও
একই থাকবে।
জামরুল গাছে জামরুল হবে, আর
পাখিরা খাবে এবং নষ্ঠ হবে।
কেউ আর উঠবে না জামরুল গাছে।
জামরুল গাছ, তোমার মনখারাপ হবে?
পড়ন্ত বিকেলের এই রোদ ছেড়ে।
এই পুকুর, মাছ, মাছরাঙা,
আম, জাম, গাব আর
সুপুরীগাছ গুলোও পড়ে থাকবে।
পুকুরের জলে তখনও বিকেলের রোদ এসে খেলা করবে, আর
খুঁজবে আমাকে।
আমারও খুব মনখারাপ করবে।
তবুও বনচাড়ালের পাতারা নেচে চলবে
তার নিজের খেয়ালে।
পৃথিবীর আর পাঁচটা কাজকর্মও
একই থাকবে।
জামরুল গাছে জামরুল হবে, আর
পাখিরা খাবে এবং নষ্ঠ হবে।
কেউ আর উঠবে না জামরুল গাছে।
জামরুল গাছ, তোমার মনখারাপ হবে?
0 comments