তবু তুমি থেকো
আবার জীবন পেলে দেখাতাম কাশ ভাঙা ঢেউ।
বেরঙ দেওয়ালে চাপা পড়ে গেছে জীবনের সোঁত...
আবার কখনও যদি হয়ে আসি আমি আরও কেউ,
তোমায় দেখাবো ফের পরিশেষে বড় হয়ে ওঠা!
শুকনো শিরায় জল কেঁদে যায় সারারাত ভর
টুপটাপ করে আয়ু খসে গেছে সন্ধ্যার মত,
মরে যাওয়া খোয়াইটা আজও কি রেখেছে বালুচর
জলের স্মৃতিরা আজও ঘুরে মরে বুকে অবিরত?
যদিও দেওয়ালে চাপা পড়ে গেছে জীবনের সোঁতা...
আমায় বরং কালো বেদনার মত মনে রেখো,
তোমায় দেখাবো ফের পরিশেষে বড় হয়ে ওঠা!
আমিই নাহয় যাই...
প্রিয়তমা, তবু তুমি থেকো......!
0 comments