তুমি নেই বলে

by - 10:46:00 AM


কবিতারা আজ হাঁটবে না
সংবাদ পত্রিকার কলাম শোকাহত
ডিকশনারির শব্দগুলো ভাসছে ক্ষরণ প্রবাহে
তুমি নেই বলে...
কথা ছিলো তোমার কাঁধের ছুলিতে ওরা
হেঁটে যাবে আরো বহুদূর...
টেকনাফ থেকে তেতুলিয়া কিংবা সীমানা পেরিয়ে!
বলেছিলে তো নিশ্চয়ই,
আজ ওরা অভিমানে ডুকরে ওঠেছে
তুমি নেই বলে...
শহরে কংক্রিটের কান্নার আওয়াজে
খসে পড়ছে একটি একটি করে ইমারত
পথিকের পায়েচলা পথ অবরুদ্ধ
হঠাৎ দুর্যোগে ভেঙে যাচ্ছে জনতার পাঁজরের হাড়
তুমি নেই বলে...
ফেসবুকের স্ট্যাটাস ভুতুড়ে আওয়াজ তুলছে
আজ কাউকে বøক করে দিব
তারা আর খুঁজে খুঁজে কারো জন্মদিন কিংবা মৃত্যুদিন
স্বরণ করিয়ে দেবে না নিরালস ভঙ্গিতে
তুমি নেই বলে...
সেলফে তুলে রাখা বইগুলো আহত
খাটের পাশে সাইডবক্সে, ডাইনিংয়ে পড়ে থাকা
অসমাপ্ত শব্দেরা আছড়ে পড়ছে
বাতাস ভারি হয়ে যাচ্ছে বাহাদুরের করুণ মিঁউ শব্দে
তুমি নেই বলে...

You May Also Like

0 comments