কার প্রতীক্ষায় আছো
কার প্রতীক্ষায় আছো হে আমার দুঃখী শব্দাবলি
আমার ভেতরে নিশিদিন অগণিত শিশু
পাঠশালা যায় আসে, বানায় রঙিন স্বপ্ন কবিতার বই
নিপুণ বাঁধাই জরিমোড়া।
আমার ভেতরে নিশিদিন অগণিত শিশু
পাঠশালা যায় আসে, বানায় রঙিন স্বপ্ন কবিতার বই
নিপুণ বাঁধাই জরিমোড়া।
নিশিদিন আমার ভেতরে শব্দ নিয়ে লুফোলুফি হয়
কৌতুক জলসায় মাতে গ্রাম্যবধূরা লোকালয়ে
পারিনি তাদের আমি পরাতে এখনো
সুনিপুণ পোশাকআশাক, পারিনি দোলাতে আজও
কর্ণমূলে লোভনীয় কোনো মণিহার।
কৌতুক জলসায় মাতে গ্রাম্যবধূরা লোকালয়ে
পারিনি তাদের আমি পরাতে এখনো
সুনিপুণ পোশাকআশাক, পারিনি দোলাতে আজও
কর্ণমূলে লোভনীয় কোনো মণিহার।
কার প্রতীক্ষায় কাটে বেলা? আমার আকাশে ফোটে
অগণিত জ্বলজ্বলে তারা, ওঠে চাঁদ মধ্যরজনীতে
কী ব্যাকুল দেয় ঢেলে বিপুল জ্যোৎস্না ঘরময়
কুয়াশায় ভিজে বুক নাভিমূলে কোমল-কোমল পেলবতা
আড়ষ্ট কপোলজোড় ভেজায় আদরে
পারিনি বুলাতে আজও শিয়রে তাদের
কোনোদিন মোমের আঙুল।
অগণিত জ্বলজ্বলে তারা, ওঠে চাঁদ মধ্যরজনীতে
কী ব্যাকুল দেয় ঢেলে বিপুল জ্যোৎস্না ঘরময়
কুয়াশায় ভিজে বুক নাভিমূলে কোমল-কোমল পেলবতা
আড়ষ্ট কপোলজোড় ভেজায় আদরে
পারিনি বুলাতে আজও শিয়রে তাদের
কোনোদিন মোমের আঙুল।
বলো, কার প্রতীক্ষায় হে আমার শব্দাবলি গনগনে
জাগ্রত শিশুর কান্না শুনে কাটাও রজনী অবিশ্রাম?
ভেতরে আমার নিশিদিন পদধ্বনি বেজে ওঠে কার
কার নিত্য আগমন আমাকে ভুলিয়ে রেখে বেশ
নিয়মিত ঘর-গেরস্থালি সাজায় আহ্লাদে
বলো, কার প্রতীক্ষায় আছো
হে আমার দুঃখী শব্দাবলি ঘুমহীন?
জাগ্রত শিশুর কান্না শুনে কাটাও রজনী অবিশ্রাম?
ভেতরে আমার নিশিদিন পদধ্বনি বেজে ওঠে কার
কার নিত্য আগমন আমাকে ভুলিয়ে রেখে বেশ
নিয়মিত ঘর-গেরস্থালি সাজায় আহ্লাদে
বলো, কার প্রতীক্ষায় আছো
হে আমার দুঃখী শব্দাবলি ঘুমহীন?
0 comments