একটি প্রেমের গল্প
যখন তোর সাথে আমার তুমুল ঝগড়া চলে --
তুই অফিস থেকে ফিরে, মাথার মধ্যে হলকা আগুন,
বেশ কয়েকটা কবিতা লিখে, আমি ব'সে আছি একরাশ
মনখারাপ নিয়ে...
দু'- চারটে সাংসারিক কথার পর চড়তে থাকে গলা।
ঘরের দেয়ালগুলো কাঁপতে থাকে ভয়ে --
যখন তোর সাথে আমার তুমুল ঝগড়া চলে,
হয়তো, তুই রাগের চোটে একটানে খুলিস মাথায় সাজানো
চুলের ক্লিপ,
আর ছুঁড়ে ফেলে দিস তাকে বিছানার ওপর !
আমিও হয়তো দারুণ রেগে চশমা দিই ছুঁড়ে ওই বিছানায়...
ঠিক যেসময় আমাদের তুমুল ঝগড়া চলে,
বিছানায় নিশ্চিন্তে তোর ক্লিপ আমার চশমা তখন নতুন
প্রেমের গল্প লিখতে ব্যস্ত --
স্বার্থপরের মতন !
0 comments