তোর কথা ভাবলেই
তোর কথা ভাবলেই
বুকের মধ্যে কুলুকুলু বইতে থাকে নীল ময়ুরাক্ষী,
নীলজলে নীল ময়ূরপঙ্খী নাও,
ভাসতে ভাসতে একলা চলে অচিনপুরে।
স্পষ্ট দেখতে পাই নদীর জলে ফুটে উঠেছে
হাজার হাজার সুগন্ধী নীলপদ্ম।
নদীর পাড়ে একা নীল তমাল গাছটাকে দেখতে পাই,
গহনে বেজে ওঠে বাঁশিতে নীল নীল বিরহের সুর
একমুঠো নীল মেঘ আদুরে বৃষ্টি ঝরায়,
শুধু তোর নামটুকু উচ্চারণ করলেই।
তোকে ভাবলেই ভিজে যাই
বর্ষায় বা অভিমানে, প্রেমে অথবা ঘামে।
একঘেঁয়ে দিনগুলো নিমেষে আকাশের মত উজ্জ্বল নীল,
না বলা কথাগুলো কবিতা লিখে ফেলে নীল কালিতে একখাতা...
শুধু তোকে ভাবলেই প্রেম শিখে ফেলা,
যুদ্ধসাজ ছিঁড়ে ফেলে আচমকা প্রেম লিখে ফেলা।।
বুকের মধ্যে কুলুকুলু বইতে থাকে নীল ময়ুরাক্ষী,
নীলজলে নীল ময়ূরপঙ্খী নাও,
ভাসতে ভাসতে একলা চলে অচিনপুরে।
স্পষ্ট দেখতে পাই নদীর জলে ফুটে উঠেছে
হাজার হাজার সুগন্ধী নীলপদ্ম।
নদীর পাড়ে একা নীল তমাল গাছটাকে দেখতে পাই,
গহনে বেজে ওঠে বাঁশিতে নীল নীল বিরহের সুর
একমুঠো নীল মেঘ আদুরে বৃষ্টি ঝরায়,
শুধু তোর নামটুকু উচ্চারণ করলেই।
তোকে ভাবলেই ভিজে যাই
বর্ষায় বা অভিমানে, প্রেমে অথবা ঘামে।
একঘেঁয়ে দিনগুলো নিমেষে আকাশের মত উজ্জ্বল নীল,
না বলা কথাগুলো কবিতা লিখে ফেলে নীল কালিতে একখাতা...
শুধু তোকে ভাবলেই প্রেম শিখে ফেলা,
যুদ্ধসাজ ছিঁড়ে ফেলে আচমকা প্রেম লিখে ফেলা।।
0 comments