শরীরের উষ্ণতা একটু একটু করে কমছে
শুকোচ্ছে ভেজা জিন্স
আর বলার মত কোনও কথা নেই
শুধু সিলিং ফ্যান,
পাশাপাশি আমি আর তুমি
দারুন ঝড়ে তোমার চুল ওড়ে
তুমি ভেজ বৃষ্টিতে
বৃষ্টিতে ভেজে রাস্তার নোংরা পাতা,
ভিজে ফুলে ওঠে ধুলো
ফুলে ওঠে তোমার শরীর,
শুকিয়ে যায় মন
শুকিয়ে যায় জিন্সের প্যান্ট
তবুও উষ্ণতা থাকে–
সে তো তোমারই জন্য
কখনও রাস্তায় ভিজে গেলে
তোমার জামা আকড়ে ধরলে তোমার শরীর,
ফিনফিনে সালোয়ার শুকিয়ে নিও আমার উষ্ণতায়।
যেটুকু আছে সব দেব;
আমিতো এমনিতেই নিঃস্ব।।
0 comments