এসেছি তোর মনেরই ছায়ায়…

একদমই তোকে ভুলিনি, তুই বল, তোকে ভুলি কিভাবে? ভুলে যাওয়ার প্রথম পাঠ যে তোর কাছেই শেখা…
অনেক কিছুই ভুলে গেছি, হারিয়েছি তার থেকেও বেশি; হারিয়েছি ছেলেবেলার বৃষ্টি, হারিয়ে গেছে তেপান্তরের মাঠ, আজও বৃষ্টিরা একা একা পায়ে হেটে বাড়ি ফেরে; গতকাল নদী'টাও ফিরে গেছে তার কিশোরী বেলায়; আমি এখনও বসে আছি তোর ফেলে যাওয়া পথে।
তোর অজস্র বসন্ত বিকেল থেকে, শুধু একটা বিকেলে আমাকে ধার দিস। ডানা ভাঙ্গা পাখির দল তোমার
আর আমার হারিয়ে যাবার স্বাক্ষী !
আমি তো হারিয়ে যাবো ঠিক ই, অজানা অহংকারে , মিছে দাম্ভিকতায় আর অর্থহীন জেদে !
ডানাভাঙ্গা পাখিরা ঠিকই মনে রাখবে !
আমি একটা বিষন্ন রাতের গল্প , যার তারাগুলো বিষাদের সুরে কাতর ! বাতাসে গভীর শুন্যতার ছায়া !
আমি লিখতে বসেছি অতৃপ্ত আত্মার গল্প সঙ্গী আঁধার আর মন খারাপ করা রাত !!
বসন্তের স্নিগ্ধ বিকেলের হাওয়ায় সবুজের আলোড়ন , যান্ত্রিক অবয়বে তোর আগমনে প্রকৃতিতে উচ্ছ্বাস ছিলনা ! আমার নিস্তব্দ
সাঝবেলায় তখনো হাওয়ার ছাট লাগেনি !
ধীরে ধীরে মনোজগতে তোর অদৃশ্য দখলদারি। আমার পাখিদের সুর তুই বুঝিস , আমার
বিকেলের রোদ তোর হয়ে যায় , আমার নদীর বাকে তোর ছোট্ট কুটিরে জোছনা বিলাসের সমস্ত অধিকার তোর ই কেবল !
তারপর একদিন তোর
চোখে আমি অপ্সরী ছায়া দেখতে পাই…
আমার নদীর জল , আমার বিকেলের হাওয়া , আমার পাখিদের গান তোকে উপহার দিই রোজ ! বিনিময়ে পাই তোর আকাশের মেঘের ছায়া , তোর
স্নিগ্ধ সকাল !
একদিন ঝুম বৃষ্টি নামলো আমার জানালার
টুকরো আকাশ থেকে ! দু ফোটা বৃষ্টি জল আমায়
ছুঁয়ে গেল ! তোর আকাশে তখনো কালো মেঘ !
বিষন্ন আকাশের হুংকার !
পাখিদের ওড়াওড়ি নেই , আমি জানিনা তোর আকাশ কি এখনো থমকে আছে বিষন্নতায় ??
আমার জানালার কান্না বন্ধ হলে আমি তাকাই তোর আকাশে !
কিন্তু হায,়
আমি দেখতে পাইনা তোর আকাশ , তোর স্নিগ্ধ সকালের মায়াবী রোদ ! আমার নদীর বাকে কুড়েঘরে জমে থাকা অভিমান !
নদীতীরে বসা একটা নিঃসঙ্গ চিলকে পাঠাই তোর খবর
আনতে , সে চিল আর ফিরে আসেনা !
আরো চাপা অভিমান বুকে বাসা বাধে ! তারপর এক সাঝ বেলায় মৃত্যু এসে ভর করে আমার ঘুমে ! নিরস
দেহটা পড়ে থাকে , মৃত্যূ হয় অভিমানী আত্বার !
আমি দেখতে পাই আমার মুঠোফোনে তোর অজস্র ডাক , দেখতে পাই মুঠোফোনে তোর পাঠানো কথা মালার আগমন !
আমি যে স্পর্শ করার ক্ষমতা হারিয়ে ফেলেছি , আমি সে কথামালা জানতে পারিনা , পারিনা জানিয়ে দিতে আমার অভিমানী আবেগ !
খুব
জানতে ইচ্ছে করে কি হয়েছিল তোর , খুব
জানিয়ে দিতে ইচ্ছে করে অভিমানী মেঘের যে মরণ হয়েছে!
একটা চিল
উড়ে যায় তোর বাড়ির দিকে ,
আমি তাকে বলে দেই আমার
হাওয়া হয়ে যাবার খবর !
0 comments