মৌলবাদ নিপাত যাক
২০০৫ সালে ডেনিশ কার্টুনিষ্ট জিলান্দ (Jyllands-Posten) যখন মুহাম্মদের ছবি আঁকেন তখন তার বিরুদ্ধে মৃত্যুর পরয়ানা জারি হয়েছিলো।বহুত দেশে জ্বালাও পুড়াও হইছে। কিন্তু তাই বলে কি তার কার্টুন দেখা থেকে পৃথিবীর মানুষকে বিরত রাখা গেছে!? যায় নাই।হুমায়ুন আজাদের বই বেন্ড করে কিংবা তার উপর হামলা চালিয়ে কি পাঠকদের তার বই পড়া থেকে বিরত রাখা গেছে!? যায় নাই। মৌলবাদি ছাগু গুলো Evelyn Beatrice Hall এর সেই বিখ্যাত লাইনটির সাথে কখনোই কি সুর মিলিয়ে বলবে না-
"I disapprove of what you say, but I will defend to the death your right to say it"
''মৌলবাদ নিপাত যাক, বাক স্বাধীনতা মুক্তিপাক।''
ডেনিশ কার্টুনিষ্ট জিলান্দ পোষ্টেনের আঁকা সেই বিখ্যাত কয়েকটি কার্টুন-
0 comments